Pages

অন্ডকোষ সম্পর্কে কিছু ধারণা


অন্ডকোষ সম্পর্কে কিছু ধারণা

অণ্ডকোষের অবস্থান পুরুষাঙ্গের নিচে। যা দৈর্ঘ্য দেড় ইঞ্চি, প্রস্থে সোয়া ইঞ্চি, ওজন আধা ছটাক ডিম্বাকৃতির দুটি কোষ। যার মধ্যে বীর্য প্রস্তুত হয়। এটি একেবারে সূক্ষ সূক্ষ শিরা বা ধমনি দ্বারা আবৃত। কোষাকৃতি নল বিশিষ্ট। দৈর্ঘ্য শরীরের ভিতর দিকে তিন বিঘত। এ রগগুলোক্ব পৃথক পৃথক ভাবে পরস্পর গিঁট দেয়া হয়, তবে দৈর্ঘ্য দুই মেইল পর্যন্ত বিস্তৃত হএ। শরীরের প্রস্তুতকৃত বীর্য ঐ শিরাগুলি দ্বারা অণ্ডকোষে এসে জমা হয়। অণ্ডকোষ প্রত্যেক ও প্রাণীরই রয়েছে। এটাকে গুদাম ঘর বিশেষও বলা যেতে পারে। মানুষের অণ্ডকোষের গোশত সাদা এবং সবচেয়ে নাযুক স্থান। সামান্য ব্যাথাও অসহ্য মনে হয়। এর ভিতরের গোশত সাদা, এজন্য বীর্যের রঙ সাদা। যেমন নারীদের স্তনের ভিতর গোশত সাদা হওয়ার কারণে দুধের রঙও সাদা।