Pages

২০ কেজি ওজনের ঈগল বন বিভাগের কাছে হস্তান্তর

২০ কেজি ওজনের ঈগল বন বিভাগের কাছে হস্তান্তর


টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা গ্রাম থেকে ২০ কেজি ওজনের একটি ঈগল পাখি টাঙ্গাইল বন বিভাগের মাধ্যমে বঙ্গবন্ধু সাফারী পার্কে হস্তান্তর করা হয়েছে।

সোমবার বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন এই ঈগল পাখিটি হস্তান্তর করেন।

জানা যায়, গত তিন মাস আগে ঈগল পাখিটি সদর উপজেলার দাইন্যা গ্রামে নদীর পাড়ে পড়ে ছিল। পরে সেখান থেকে ঐ গ্রামের আজগর আলীর স্ত্রী রেনু বেগম ঈগল পাখিটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে লালন পালন করতে থাকেন। এ খবর ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন সদর উপজেলার সহকারী কমিশনার মামুনুর রহিমকে পাঠিয়ে পাখিটি সাফারী পার্কে হস্তান্তরের জন্য রেনু বেগমকে অনুরোধ করেন। পরে সোমবার বিকেলে রেনু বেগম পাখিটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজির হন। পরে টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মাসুদুর রহমানের হাতে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন হস্তান্তর করেন।

পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে রেনু বেগমকে ঈগল পাখিটি গত ৩ মাস লালন পালনের জন্য ৫ হাজার টাকার পুরস্কার দেয়া হয়।