Pages

পুরুষের যৌন অঙ্গ সমূহ

পুরুষের যৌন অঙ্গ সমূহ


স্বামীকে যৌন মিলনের সময়ে সর্বোচ্চ সুখ দিতে স্বামীর যৌন অঙ্গ সমূহকে চেনা অত্যন্ত জরুরী। আমাদের দেশের বেশিরভাগ মেয়েই পুরুষের যৌন অঙ্গসমূহ চেনার কোন সুযোগ পায় না। ফলে এই সম্পর্কে থেকে যায় সম্পূর্ণ অজ্ঞ। নিচে পুরুষের যৌন অঙ্গ সমূহের বিবরণ সংক্ষেপে দেওয়া হলোঃ পুরুষাঙ্গঃ পুরুষাঙ্গ বা লিঙ্গ পুরুষের যৌন অঙ্গসমূহের নায়ক এবং সকল মনোযোগের কেন্দ্রবিন্দু। পুরুষের লিঙ্গ মূত্র ত্যাগ এবং যৌন মিলন, এই দুই কাজেই ব্যবহৃত হয়। লিঙ্গের অগ্রভাগ, যেখানে প্রশ্রাবের ছিদ্র উন্মুক্ত হয়, সেই প্রান্তটি অধিক সংবেদনশীল, এবং তা একটি অত্যন্ত নমনীয় চামড়ার ঢাকা থাকে। এই চামড়াটি যৌন উত্তেজনার সময় লিঙ্গের গোড়ার দিকে সরে গিয়ে পুরুষাঙ্গের অগ্রভাগ বা মুন্ডি উনুক্ত হয়ে যেতে পারে। মুসলিম পুরুষেরা অবশ্য মুসলমানি করার সময় এই বাড়তি চামড়াটুকু কেটে ফেলে,ফলে তাদের লিঙ্গ মুন্ডি সর্বদা উন্নুক্তেই থাকে। পুরুষাঙ্গের গোড়ায় কিছু চুল থাকে। পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সাধারণত এই চুল কেটে রাখা হয়। পুরুষাঙ্গ নরম অবস্থায় বিভিন্ন আকারের থাকে। এমনকি একই ব্যক্তির পুরুষাঙ্গ নরম অবস্থায় একেক আকারের হয়, এতে অবাক হওয়ার কিছু নেই। যৌন উত্তেজনায় পুরুষাঙ্গ অপেক্ষাকৃত শক্ত হয়ে ওঠে এবং সাধারণত আকারে কিছুটা বড় হয়ে যায়। উত্তেজিত লিঙ্গের আকার নিয়ে যদিও পুরুষের চিন্তার অন্ত নেই, তারপরও প্রায় সকল আকারের লিঙ্গ দ্বারাই পরিপূর্ণ সফল মিলন সম্ভব। অন্ডথলিঃ দুইটি অণ্ডকোষের সমন্বয়ে তৈরি অণ্ডথলিটি পুরুষাঙ্গের পেছনে ঝুলত অবস্থায় থাকে। এই অণ্ডকোষদ্বয় অত্যন্ত স্পর্শকাতর এবং অতি অল্প আঘাতেই মারাত্মক ব্যথা অনুভূত হয়। সাধারণত গরমের সময় ঝুলে থাকে। এবং ঠান্ডা অবস্থায় সংকুচিত হয়ে উপরে উঠে আসে। যৌন উত্তেজনার সময়েও অন্ডথলি সংকুচিত হয়ে উপরে উঠে আসে। এবং পুরুষের মিলনের শেষ পর্যায়ে বীর্যপাতের সময় সর্বাপেক্ষা সংকুচিত হয়ে পুরুষাঙ্গের গোড়ার কাছে উঠে আসে। অভ্যন্তরীণ অঙ্গসমূহঃ এই অঙ্গসমূহ ছাড়াও পুরুষের অণ্ডকোষ থেকে উৎপন্ন বীর্য সিংরক্ষণের জন্য রয়েছে এপিডিডাইমিস নামক নালিকা। যৌন মিলনের সময়ে বীর্য পরিবহনের জন্য রয়েছে সেমিনাল ভেসিকল নামক নালিকা। পুরুষের যৌন উত্তেজনা মূলত লিঙ্গ কেন্দ্রিক। যৌন উত্তেজিত হলে পুরুষাঙ্গ শক্ত হয়ে উঠে। এই পুরুষাঙ্গের দ্বারাই পুরুষ তাঁর যাবতীয় যৌন কাজ করে থাকে।